টাঙ্গাইল সদরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুনীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ।
আজ বুধবার (২০ আগষ্ট) বেলা ১১ টার দিকে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের বর্তমান- প্রাক্তন শিক্ষার্থীরা।
জানা যায়, আব্দুল্লাহ আল মামুন ওই স্কুলে গাছ কেটে টাকা আত্মসাৎ করেছে। বাউন্ডারি নির্মাণ,স্কুলের কোষাগার থেকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে হিসাব দেখিয়ে টাকা উত্তোলন ও স্কুলে কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতিসহ নানা দুনীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ওই স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
মানববন্ধনে ওই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...