টাঙ্গাইলের মির্জাপুওে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মির্জাপুর বাজারের কালীবাড়ি রোড এবং কাঁচা বাজার রোডের ৩টি জুয়েলারী দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। মির্জাপুর এবং দেলদুয়ার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাড়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক দুইটার দিকে কালীবাড়ি রোডের মাতৃবাসনালয় ক্রোকারিজের (প্লাস্টিক পণ্য) দোকানে আগুনের লেলিহান দেখতে পান বাজারের পাহারাদারগণ। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। খবর পেয়ে মির্জাপুর এবং দেলদুয়ার থেকে ফায়ার সাভিসের চারটি ইউনিট এসে সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা অভিযোগ করেন পল্লীবিদ্যুতের লোকজনকে খবর দেয়ার পরও তারা যথাসময়ে বিদ্যুতের লাইন বন্ধ না করায় ফায়ার সার্ভিসের লোকজন আগুনে পানি দিতে পারেনি।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মতিউর রহমান বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন বিদ্যুৎ সংযোগ চলমান ছিল। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এ সময় পল্লীবিদ্যুতের কোন লোকজনকে দেখেননি বলে তিনি জানান।
এদিকে আগুনের খবর পেয়ে দুপুরে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শক করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শান্তনা দেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম তার সঙ্গে ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...