টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বাজারের দোকানপাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ টি দোকান ভষ্মীভূত হয়। তারমধ্যে চালের দোকান, ইলেক্ট্রিক-হার্ডওয়ার, মুদি দোকান, ফার্নিচার ও রড সিমেন্টের দোকানে আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে পৌনে ১ কোটি টাকা আগুনে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বুধবার (১২ জুন) মধ্যরাতে উপজেলার ফলদা বাজারে এ ঘটনা ঘটে। এদিকে, আগুন লাগা খবর পেয়ে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন- ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক বুধবার রাত আড়াইটার দিকে একটি মুদি দোকান থেকে আগুন লাগার সূত্রপাত হয়। এরপর আগুন ধীরে ধীরে আশপাশের আরও ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ভূঞাপুর ও গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় দোকানগুলো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মোহাম্মদ আল-আমিন সরকার, ওয়াজেদ আলী, মিন্টু মিয়া, মো: আল আমিন, আরিফ তালুকদার, আখতার হোসেন, মো. রফিকুল ইসলাম ও জহুরুল ইসলাম, আব্দুল হামিদ খান ও শিহাব উদ্দিন তালুকদার।
এ ব্যাপারে ভূঞাপুর ফায়ার স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে ২টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে ভূঞাপুর হতে ফলদা যাওয়ার সড়কটি খুবই খারাপ। এ জন্য ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ বলেন- আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের আবেদন সাপেক্ষ বিধি মোতাবেক সহযোগিতা করা হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...