০৭:১৮ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে জমে উঠেছে ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিকী নির্বাচন !

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ব্যবসায়ী সমিতির ১১টি সাংগঠনিক পদের বিপরীতে ১০টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। আগামি ৮ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে দেখা দিয়েছে উচ্ছাস ও প্রাণচাঞ্চল্য।

ঘাটাইলের ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে ঘাটাইল পৌর এলাকা। নানা কৌশলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানাবিধ প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে বিরামহীন প্রচারণা। 

ঘাটাইল ব্যবসায়ী সমিতির ১১টি সাংগঠনিক পদের বিপরীতে ১০টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মো. আসাদ্দৌলা শিরন (গরুর গাড়ী) এবং মো. ফজলুল হক তালুকদার (ছাতা)।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯ জন। তারা হচ্ছেন, মো. আনিছুর রহমান (দেওয়াল ঘড়ি), মো. মনিরুজ্জামান জামাল (মটর গাড়ী), মো. রবিউল ইসলাম রতন (মোটর সাইকেল), মো. আজহারুল ইসলাম (হরিণ), মো. খোকন খান (চশমা), মো. রফিকুল ইসলাম (হাতি), মো. সিদ্দিক মিয়া (মোমবাতী), মো. বন্দে আলী মিয়া (খেজুর গাছ), মো. মনসুর আলী (টিউবওয়েল)। 

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। তারা হচ্ছেন, মো. মাজহারুল ইসলাম (মাছ) ও মো. শামীম তালুকদার (মোরগ)। যুগ্ম-সম্পাদক পদে মো. শাহ আলম (হাঁস) ও বিপুল চন্দ্র (বাঘ)। কোষাধ্যক্ষ পদে মো. নুরুল ইসলাম (টেবিল) ও মো. লুৎফর রহমান (তালাচাবি)। দপ্তর সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম আয়নাল (সাইকেল), মো. খোকন রানা (প্রজাপতি), মো. সুরুজ রানা (চাকা)। সমাজ কল্যাণ সম্পাদক পদে মো.নজরুল ইসলাম (চাঁদতারা) ও মো. কামাল হোসেন (গোলাপ ফুল)। ক্রীড়া সম্পাদক পদে মো. ইয়ামিন (ফুটবল) ও মো. সবুজ মিয়া (উড়োজাহাজ)। নাট্য ও প্রমোদ সম্পাদক পদে মো. নাজমুল হোসেন (গিটার) ও মো. রুহুল আমীন খোকন (টেলিভিশন)। প্রচার সম্পাদক পদে মো. আশরাফ হোসেন (ময়ূর) ও মো. আববাস আলী (মাইক)।

সাংগঠনিক সম্মানিত সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বদ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, মো. আবুল কালাম, শামীম আল মামুন, মো. শামীম, মো. হাফিজুর রহমান হাসান, মো. লাভলু মিয়া।

নির্বাচনে এক হাজার ৩৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দিন-রাত ভোটারদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় চা-স্টলে ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে চলছে আলোচনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যোগ্যতা ও নানা অসঙ্গতি নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি স্থানীয়রাও নানা আলোচনা-সমালোচনায় জড়াচ্ছেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামি ৮ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কক্ষে একটানা ভোট গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা হচ্ছেন, প্রধান নির্বাচন কমিশনার মো. খলিলুর রহমান মিয়া, নির্বাচন কমিশনার মো. হেলাল উদ্দিন ও মো. নজরুল ইসলাম। 

ভোট গ্রহণে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পরিচালনা কমিটি নির্বাচন কমিশনকে সকল বিষয়ে সর্বাত্মক সহায়তা করবে। নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশি ব্যবস্থাও নেয়া হচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তারা হচ্ছেন, আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ মিঞা, যুগ্ম আহবায়ক মো. আব্দুল হালিম, মো. দোলোয়ার হোসেন। সদস্য সচিব মো. লুৎফর রহমান তালুকার। সদস্য নয়ান উদ্দিন নয়ন, মো. রফিকুল ইসলাম (রণ) এবং মো. জয়নুল আবেদিন (নান্নু) ।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি