০৪:৩০ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রলীগ নেতাকর্মীর হাতে নির্বাহী প্রকৌশলী লাঞ্চিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ | | ২২১৮
, টাঙ্গাইল :

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টাঙ্গাইল জেলার ঘাটাইল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করেছে স্থানীয় ছাত্রলীগ নেতারা-কর্মীরা।

বুধবার সকালে নির্বাহী প্রকৌশলীর নিজ কার্যালয়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নির্বাহী প্রকৌশলী নিজে বাদী হয়ে জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল সহ ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পাশে ঘাটাইল পৌরসভায় ড্রেন নির্মাণের কাজ চলছে। সে কারণে ঘাটাইল সদর জামে মসজিদের কাছে বিদ্যুতের একটি খুঁটি সরানো নিয়ে ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানের সাথে নির্বাহী প্রকৌশলীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে আজ সকালে ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস ছাত্রলীগ নেতা রবিউল আলম তমালের নেতৃত্বে ৭/৮ জন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যায়। এ সময় নির্বাহী প্রকৌশলীকে অফিসে পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা সন্ত্রাসী কায়দায় সুরেশ চন্দ্র পালকে কিল ঘুসি ও লাথি মারতে থাকে এবং টেনে হিঁচড়ে তিন তলা থেকে নীচে নামিয়ে নিয়ে আসে। তার পরনের শার্ট ছিঁড়ে ফেললে এতে তিনি আহত হন।

নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পাল মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসব সন্ত্রাসীরা ইতিপূর্বে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় মেয়রের সাথে তার কথা কাটাকাটির বিষয়টি পুঁজি করে তারা এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, ঘটনার পর পরই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানাই।

হামলার অভিযোগ স্বীকার করে জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল জানান, নির্বাহী প্রকৌশলী উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক শহিদুল ইসলাম লেবু ও পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানের নির্দেশনা না মানায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, হামলার ঘটনায় নির্বাহী প্রকৌশলী মামলা দায়ের করেছেন। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু বলেন, ছাত্রলীগ নামধারী এক দল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে, যা মোটেই কাম্য নয়। এ সব ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট হয়। যা সরকারের জন্যও বিব্রতকর।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি