০৫:২৯ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের জনসেবায় তৃণমূলে প্রশাসনিক কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ | | ২৬১
, টাঙ্গাইল :

‘সবাই মিলে তৃণমূলে” জনবান্ধব সেবায় আমরা’ এই স্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের সকল দাপ্তরিক কর্মকর্তাদের সাথে সাধারণ জনগণের জবাবদিহিতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নে মির্জাপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, বানাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুখ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোসাম্মৎ আমিনা পারভীন, উপজেলা ভূমি অফিসের সাব-রেজিষ্টার খন্দকার গোলাম কবির প্রমুখ।

জানা যায়, জনসাধারণের মাঝে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পরিচিতি ও তাদের কর্মকান্ড তুলে ধরতেই এই রকম ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসম তৃনমূলে জনপ্রশাসনের কর্মকর্তাদের পেয়ে তাদের কাছে বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করে বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ গ্রহণ করেন তারা। ইউএনও ইসরাত সাদমীনের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী তৃণমূল পর্যায়ের জনগণ।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন জানান, সবাই মিলে তৃণমূলে, জনবান্ধব সেবায় আমরা এই স্লোগান সামনে রেখে জনগণের দূরগোড়ায় প্রশাসনের দাপ্তরিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে করে ইউনিয়ন পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলের জনগণ যারা হয়তো অনেক দূর থেকে উপজেলা সদরে আসতে পারেন না কিংবা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের চিনেন না বা তাদের সামনে তুলে ধরতেই আমরা সবাই মিলে এমন কর্মসূচি পালন করেছি।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি