০৫:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মশালা অনুষ্ঠিত

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ এপ্রিল ২০১৭ | | ৪৪৫
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উদ্যোগে ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে টাঙ্গাইলে নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলা বিষয়ে করণীয় শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুই পর্বের মধ্যে প্রথম পর্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতি:সচিব) মো. নূরুল আমিন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

এরপর কর্মশালায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্পর্কে সকলের নিকট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়াও নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার ব্যাপারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মলি­ক, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী।

এসময় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু সাঈদ, টাঙ্গাইলের ব্র্যাক প্রতিনিধি মুনীর হোসাইন, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের এইচ এস সি প্রথম বর্ষের শিক্ষার্থী মেঘলা আক্তার, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মির্জা ফারজানা আক্তার সুমী প্রমুখ।

এরপর ছয়টি গ্র“পে উপস্থিত সকলকে নিয়ে গ্র“প ওয়ার্কিং করা হয়। তারপর সেই গ্র“পের সদস্যরা নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার ব্যাপরে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থাপন করেন।

এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতি:সচিব) মো. নূরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া এসময় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারী শিক্ষার উন্নয়ন, বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষাকে কিভাবে অব্যাহত রাখা যায় সে বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি