০৩:৩৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে ১৭ ঘন্টার যানজট, দুর্ভোগে যাত্রীরা

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭ | | ১৭০৫
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৭ ঘন্টার যানজটে নাকাল হতে হয়েছে হাজারো যাত্রীকে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহাড়কের কালিয়াকৈর উপজেলার বংশাই ব্রিজের ওপর ও ধেরুয়া এলাকায় পৃথক দু’টি যাত্রীবাহি বাস বিকল হলে এই যানযটের সূত্রপাত হয়। এক পর্যায়ে যানজট কালিয়াকৈর চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী পর্যন্ত বিস্তৃতি ঘটে। তীব্র এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

রাতে বিকল হওয়া বাস দুটি সড়ানো হলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনে চাপ বৃদ্ধি পায়। এতে করেও যানজটের সৃষ্টি হয়।

রাত ১২টা থেকে মহাসড়কের উভয় দিকে থেমে থেমে যানবাহন চলাচল শুরু হলেও বেশিক্ষণ চলাচল করেনি। পরে রাত একটা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন থেমে থেমে আবারও চলাচল করে। কিন্ত ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকালের দিকে মহাসড়কের দুইপাশেই যানচলাচলা শুর হলেও এগারোটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার একটি জুট মিলের গোদাম ঘরে আগুন লাগলে ঢাকার দিকে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে কালিয়াকৈর থানা সূত্র জানিয়েছেন।

এতে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা পর দুপুর দুইটার দিকে মহাসড়কে যানচলাচল স্বভাবিক হয়।

দীর্ঘ সময় এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, দুপুর দুইটার পর থেকে মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি