০৫:৫৪ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতৃত্বের দাবী

এক যুগ পর হচ্ছে মির্জাপুর পৌর যুবলীগের সম্মেলন

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭ | | ১৭৩২
, টাঙ্গাইল :

দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের মির্জাপুর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৪ জানুয়ারি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি সম্মেলনের এই তারিখ ঘোষণা করে।

দীর্ঘ দিন পর সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পদ প্রত্যাশী একাধিক নেতা নিজেদের সভাপতি সম্পাদক প্রার্থী ঘোষণাও দিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, এক যুগেরও বেশি সময় আগে আলতাব মৃধাকে সভাপতি ও আমিরুল কাদের লাবনকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর পৌর যুবলীগের কমিটি গঠিত হয়। তিন বছরের জন্য গঠিত কমিটি এক যুগের বেশী সময় দায়িত্বে থাকায় অনেকটা ঝিমিয়ে পড়ে পৌর যুবলীগের কর্মকাণ্ড। তবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব দায়িত্ব পেলে পৌর যুবলীগ আবার সক্রিয় হয়ে উঠবে বলে অনেকেই ধারনা করছেন।

পৌর যুবলীগের পদ প্রত্যাশী ইয়াছিন মিয়া হিরা ও মাহাবুবুর রহমান পলাশ নিজেদের সভাপতি এবং সজিব আহমেদ ও দেওয়ান মামুন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। সামনের দিনগুলিতে সভাপতি সম্পাদক পদে আরও কয়েকজন নেতা প্রার্থীতা ঘোষণা দিতে পারেন বলেও গুঞ্জন উঠেছে।

এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর যুবলীগের সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ ও ক্লিন ইমেজের দুইজনকে সভাপতি সম্পাদক করার দাবি জানিয়েছেন যুবলীগের কর্মী সমর্থক ও প্রগতিশীল রাজনৈতিক দল সমর্থীত সচেতন মহল।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম শিপলু, শামীম আল মামুন ও আজাহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর যুবলীগের সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। এছাড়া সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ক্লিন ইমেজের নেতৃত্ব বের করার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও তারা উল্লেখ করেন।

মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদার বলেন, নানা কারণে পৌর যুবলীগের সম্মেলন বিলম্বীত হয়েছে। তবে নির্ধারিত তারিখে সুন্দর একটি সম্মেলন সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি