০২:৫৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ | | ২৭৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ঝমকালো ও বর্ণীল আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস।

প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্পনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ জনতার পদচারনায় অনুষ্ঠানের কেন্দ্রস্থল শহীদ মিনার চত্তর রূপ নেয় লাল সবুজের বিজয় উল্লাসে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট-গার্লস গাইড ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সালাম গ্রহন, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান।

দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের প্রতি শহীদ মিনার ও স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল ইসলাম ও বাসাইল থানার ওসি মোঃ নুরুল ইসলাম খান।

কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা স্বাধীনতা ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।

ডিসপ্লে শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন স্পেশাল জজ কোর্ট ঢাকা-৩ এর বিশেষ জজ (সিনিয়র ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ) আবু আহমেদ জমাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজীদি শীষ মিয়া, কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল ইসলাম, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, বাসাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, বাসাইল থানার ওসি মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ।

পরে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি