১২:৪৬ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ | | ৬০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. বাহার উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, বিআরডিবির ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন।

উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান।

প্রজেক্টর পাওয়া বিদ্যালয়গুলো হলো-মির্জাপুর পৌরসভার কান্ঠালিয়া, বাওয়ার কুমারজানি, লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন, লতিফপুর, বড়দাম, আজগানা ইউনিয়নের বেলতৈল, ফতেপুর ইউনিয়নের শুভূল্যা, বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া, পেকুয়া, বাঁশতৈল, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর, মহেড়া ইউনিয়নের মহেড়া, গোড়াইল, আনাইতারা ইউনিয়নের চরবিলসা, বাংগুরী, ফতেপুর, উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী উত্তর, উয়ার্শী দক্ষিণ, কহেলা, খৈলসিন্দুর ও নওগাঁও জামুর্কী ইউনিয়নের কড়াইল, জামুর্কী, গোড়াই ইউনিয়নের পাথালিয়াপাড়া, পথহারা, মঈননগর, গোড়াই নয়াপাড়া, গোড়াই, রশিদ দেওহাটা, দেওহাটা, ভাওড়া ইউনিয়নের আমরাইল তেলিপাড়া, ভাদগ্রাম ইউনিয়নের কুইচতারা, বরাটিহাট, সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি