০৭:৩৬ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ৫ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ আর্জিনার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও তিন সন্তানের জননীআর্জিনা ওরফে নার্জিনা বেগমের (৩৫)সন্ধ্যান দিতে পারেনি পুলিশ। 

৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আর্জিনা বেগম ৮ বহুরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খামারচালা এলাকার জাহাঙ্গীর আলমের তালাকপ্রাপ্তা স্ত্রী। 

এদিকে মাকে হারিয়ে ৫ দিন ধরে আর্জিনার তিন সন্তান নাঈম হাসান (১২), জাকিয়া সুলতানা (১০), জান্নাত আরা (০২)এবং মা নাছিমা বেগম বার বার কান্নায় ভেঙে পড়ছে আর মূর্ছা যাচেছন।  খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ্য হয়ে পড়েছে তারা অনেকেই। 

পরিবারের দাবি আর্জিনাকে হত্যার পর তার সাবেক স্বামী নিজে আত্মহত্যা করেছে। 

পুলিশ ও আর্জিনার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ৭ মাস আগে নিখোঁজ আর্জিনা ওরফে নার্জিনা বেগমের একই উপজেলা বহুরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকারস্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকেই তিন সন্তানকে নিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মায়ের সঙ্গেই থাকতো আর্জিনা। 

বাবা না থাকায় পরিবারের খরচ জোগাতে ওই ওয়ার্ডের বাদলের পোল্ট্রি ফার্ম ও পেপে বাগানেদিন মুজুরীর কাজ করত আর্জিনা। বেশ কিছুদিন ধরে জাহাঙ্গীর আলম আর্জিনাকেপূণরায় বিয়ে করার বিষয়ে বারবার মুঠোফোনে চাপ দিতে থাকে।

৫ অক্টোবর দুপুরে সাবেক স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনার মুঠোফোনে পূণরায় তাকে বিয়ে না করলে প্রথমে আর্জিনাকে হত্যা করবে পরে নিজে আত্মহত্যা করবে বলে হুমকি দেয় । এর চারদিন পর ৯ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে আর্জিনা বেগম জাহাঙ্গীর আলমের বাড়ির পাশেই বাদলের ফার্মে বকেয়া টাকা আনতে গিয়ে আর ফিরে আসেনি।

সকাল ৭টার দিকে আর্জিনার মুঠোফোনটিও বন্ধ থাকায় ছেলে ও পরিবারের লোকজন আর্জিনাকে খুজতে বের হন। দুপুরে খবর আসে আর্জিনার সাবেক স্বামী জাহাঙ্গীর আলমও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

এর পর থেকেই আর্জিনার পরিবারের ধারণা জাহাঙ্গীর আলম আর্জিনার মুঠোফোনে দেয়া হুমকিই অবশেষে সে বাস্তবায়ন করেছে। খোঁজাখুজির পরদিন ১০ অক্টোবর সকালে নিখোঁজ আর্জিনার মা নাছিমা বেগম সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। 

এ ব্যাপারে আর্জিনার মা নাছিমা বেগম তার মেয়ে আর্জিনাকে হত্যা করে তার সাবেক স্বামী জাহাঙ্গীর নিজে আত্মহত্যা করেছে বলে দাবি করেন। তিনি এবং আর্জিনার সন্তানেরাআর্জিনাকে জীবিত কিংবা মৃত উদ্ধার চান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- আর্জিনা নিখোঁজের ব্যাপারে থানায় ডায়েরি করা হয়েছে। সে নিজে আত্মগোপন করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তদন্ত চলছে । 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি