০৭:১১ পিএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুই হাজার একর জমিতে ইপিজেড প্রতিষ্ঠার কাজ চলছে-কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামীলীগের ভিশন ছিল ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। ক্ষুধা ও দারিদ্র অনেকাংশে দূর হয়েছে। দেশে খাদ্যের কোন অভাব নেই। এখন আমরা পুডিষ্টকর খাদ্য খাওয়ার কথা ভাবছি। আগামি প্রজন্ম যেন সহজে হাতের কাছে পুষ্টিকর খাবার পায় সে ব্যবস্থা করছি। 

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন আর বিদ্যুতের অভাব নেই। গ্রামের চিরায়ত অভাবী চিত্র প্রধানমন্ত্রী পাল্টে দিয়েছেন। গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। তিনি বলেন, কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। কৃষকরা ধানের ন্যায্য দাম পাননি বলে আমি কৃষিমন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করছি। ধানের পাশাপাশি অন্যান্য কৃষিজাত পণ্য আবাদে জোর দিতে হবে। কৃষি গবেষণা ও যন্ত্রপাতির কারণে কৃষকরা এক একর জমিতে মাত্র এক মাসের ব্যবধানে এক লাখ টাকার টমেটো বিক্রি করতে পারেন। 

মন্ত্রী বলেন, টাঙ্গাইলে শিল্প-কারখানার জন্য বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তে দুই হাজার একর জমির উপর ‘রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল(ইপিজেড)’ প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহন চলছে। মহাসড়কগুলো চারলেন-ছয়লেনে উন্নীত করণের কাজ চলছে। এলেঙ্গা থেকে জামালপুর পর্যন্ত ৩০ফুট প্রশস্ত সড়কের কাজ শুরু হয়েছে। স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, নরিল্যায় আমার খালার বাড়ি। ছোটবেলায় এখানে মাছ ধরেছি, খেলেছি, দুষ্টুমি করেছি- এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। নরিল্যায় একটি ধুধের বাজার আছে। 

এ এলাকায় পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদিত হচ্ছে। দুধের বাজার আজকাল অনেকটা কমে গেছে, আমাদেরকে দুধের বাজারের দিকে নজর দিতে হবে। শনিবার(৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্যা দক্ষিণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয়ের মাঠে ধোপাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ওই সভায় শুধুমাত্র কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি অন্য বক্তাদের পরিচয় করিয়ে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ হীরা, আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মনজু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা লিনা বকল, প্যের মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।


 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি