০১:৫৪ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল যৌনপল্লীতে অগ্নিকান্ড, ৩০ ঘর ভূষ্মিভুত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া পতিতালয়ে অগ্নিকান্ডে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে ওই পতিতালয়ের একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

যৌনকর্মীদের তথ্যে জানা যায়, যৌনপল্লীর রহিম কর্মকারের বাড়ির ভাড়াটিয়া প্রিয়াংকা দুপুরের রান্না বসিয়ে বাহিরে পানি আনতে গেলে গ্যাস সিলিন্ডার ত্রুটির কারণে আগুন লেগে মুহুর্তের মধ্যে ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৩০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী মঞ্জু ও মিনা’র বাড়িতে আগুন লেগে আরো ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েছে প্রায় ১০০ জন যৌনকর্মী।

ভুক্তভোগি লাবনী আক্তার, প্রিয়া, পপি, সাবিনা, মর্জিনা ও মিনা জানায়, আমরা আগুন লাগার সাথে সাথে নিজেদের জীবন বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে আসি। আমাদের ঘরে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আসবাবপত্র,  বাড়ির দলিলপত্রাদি কোন কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই এবং আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে এবং পার্শ্ববর্তী পুকুর থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে মুহুর্তেই ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করার কাজ চলছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের ফোর্স যারা পতিতালয়ের চারিপাশে নজরদারি রাখি। যাতে ঘটনাস্থলে লুটপাটের কোন ঘটনা না ঘটে।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি