১১:৪৪ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ১২নং মোকনা ইউনিয়নের করটিয়া কাজীবাড়ী গ্রামের দুই সন্তানের জননী মমতাজ (২৬) নামের পুত্রবধূকে শশুরের ধারা তার নিজ বাড়ীতে ধর্ষণের অভিযোগ এনে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পরিবার।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষিতার মামা মো. সোহেল রানা তিনি বলেন, নাগরপুরে ১২নং মোকনা ইউনিয়নের করটিয়া কাজীবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে লম্পট শশুর মো. সাইজুদ্দিন গত ১০.০৪.২০১৯ তারিখে রাত ১২টা ৩০ মিনিটে তার নিজ বাড়ীতে তার পুত্রবধূকে ধর্ষণ করে। ঘটনার বিস্তারিত বিবরনে জানা যায় গত ১৭.০২.২০১২ ইং তারিখে ধর্ষকের পুত্র রুবেলের সাথে কাবিন রেজিস্ট্রার মূলে শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর স্বামীর সাথে দাম্পত্য শর্ত পালন করা কালীন ঐ পুত্র বধূর গর্ভে এক কন্যা সন্তান রাবেয়া (০৫) এবং পুত্র মেরাজ (২.৫) জন্ম গ্রহন করে।

পরে স্বমী রুবেল মিয়া গত এক বৎসর পুর্বে বিদেশ চলিয়া যাওয়ার পর হইতে পুত্র বধূর উপর ধর্ষক সাইজুদ্দিন কুনজর দিতে শুরু করে। লম্পট শশুর দিনের পর দিন পুত্র বধূর সাথে ঘনিস্ট হওয়ার অভিনয় শুরু করে। এক পর্যায় কুপ্রস্তাব দেয়। পুত্র বধূ রাজি না হইয়া গোপনে তার শ্বাশুরীকে জানান। সময়ে পুত্রবধূর থাকার ঘরের পাশে ওৎ পাতিয়া  বসে থাকে। পুত্রবধূ প্রাকৃতির ডাকে বাহির হইলে লম্পট শশুর চুপ করিয়া ঘরে ভিতর প্রবেশ করিয়া খাটিয়ার আড়ালে বসে থাকে। পুত্রবধূ ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করার সাথে সাথে পিছন হইতে মুখ চাপিয়া পুত্রবধূকে ডেগার বাহির করিয়া বুকে ধরে। এবং হুমকি দেয় যে চিৎকার করিলে প্রানে মেরে ফেলবো ও তার দুটি সন্তাকে এতিম করিবো বলিয়া তাকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

ধর্ষণের বিচার চেয়ে ১২ নং মোকনা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ করে। তিনি বলেন কেউ এদের বিচার করিতে পারবেনা বলিয়া জানান এবং কোর্টের মাধ্যমে মামলা করার পরামর্শ দেয়। ধর্ষিতা মামলা করার কারনে দুইটি শিশু সন্তানকে হাইজ্যাক করিয়া গুম খুন করিয়া ধর্ষিতা ও পরিবাবর পরিজনদের ফাসানোর সম্ভাবনা বিদ্যমান আছে। পরে গত ২৯.০৮.২০১৯ইং তারিখে টাঙ্গাইল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৫৫নং মামলা দায়ের করি। মামলাটি এখন টাঙ্গাইল জেলা পিবিআইকে তদন্তের ভার হস্তান্তর করে। মামলাটি তদন্তাধীন আছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১২নং মোকনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা, ধর্ষিতার মা নাসিমা ও নানা বাবর আলী।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি