১২:১০ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ১২নং মোকনা ইউনিয়নের করটিয়া কাজীবাড়ী গ্রামের দুই সন্তানের জননী মমতাজ (২৬) নামের পুত্রবধূকে শশুরের ধারা তার নিজ বাড়ীতে ধর্ষণের অভিযোগ এনে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতার পরিবার।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষিতার মামা মো. সোহেল রানা তিনি বলেন, নাগরপুরে ১২নং মোকনা ইউনিয়নের করটিয়া কাজীবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে লম্পট শশুর মো. সাইজুদ্দিন গত ১০.০৪.২০১৯ তারিখে রাত ১২টা ৩০ মিনিটে তার নিজ বাড়ীতে তার পুত্রবধূকে ধর্ষণ করে। ঘটনার বিস্তারিত বিবরনে জানা যায় গত ১৭.০২.২০১২ ইং তারিখে ধর্ষকের পুত্র রুবেলের সাথে কাবিন রেজিস্ট্রার মূলে শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর স্বামীর সাথে দাম্পত্য শর্ত পালন করা কালীন ঐ পুত্র বধূর গর্ভে এক কন্যা সন্তান রাবেয়া (০৫) এবং পুত্র মেরাজ (২.৫) জন্ম গ্রহন করে।

পরে স্বমী রুবেল মিয়া গত এক বৎসর পুর্বে বিদেশ চলিয়া যাওয়ার পর হইতে পুত্র বধূর উপর ধর্ষক সাইজুদ্দিন কুনজর দিতে শুরু করে। লম্পট শশুর দিনের পর দিন পুত্র বধূর সাথে ঘনিস্ট হওয়ার অভিনয় শুরু করে। এক পর্যায় কুপ্রস্তাব দেয়। পুত্র বধূ রাজি না হইয়া গোপনে তার শ্বাশুরীকে জানান। সময়ে পুত্রবধূর থাকার ঘরের পাশে ওৎ পাতিয়া  বসে থাকে। পুত্রবধূ প্রাকৃতির ডাকে বাহির হইলে লম্পট শশুর চুপ করিয়া ঘরে ভিতর প্রবেশ করিয়া খাটিয়ার আড়ালে বসে থাকে। পুত্রবধূ ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করার সাথে সাথে পিছন হইতে মুখ চাপিয়া পুত্রবধূকে ডেগার বাহির করিয়া বুকে ধরে। এবং হুমকি দেয় যে চিৎকার করিলে প্রানে মেরে ফেলবো ও তার দুটি সন্তাকে এতিম করিবো বলিয়া তাকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

ধর্ষণের বিচার চেয়ে ১২ নং মোকনা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ করে। তিনি বলেন কেউ এদের বিচার করিতে পারবেনা বলিয়া জানান এবং কোর্টের মাধ্যমে মামলা করার পরামর্শ দেয়। ধর্ষিতা মামলা করার কারনে দুইটি শিশু সন্তানকে হাইজ্যাক করিয়া গুম খুন করিয়া ধর্ষিতা ও পরিবাবর পরিজনদের ফাসানোর সম্ভাবনা বিদ্যমান আছে। পরে গত ২৯.০৮.২০১৯ইং তারিখে টাঙ্গাইল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৫৫নং মামলা দায়ের করি। মামলাটি এখন টাঙ্গাইল জেলা পিবিআইকে তদন্তের ভার হস্তান্তর করে। মামলাটি তদন্তাধীন আছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১২নং মোকনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা, ধর্ষিতার মা নাসিমা ও নানা বাবর আলী।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি