০৩:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিষেধাজ্ঞা সত্ত্বেও বালু উত্তোলন

হুমকির মুখে বঙ্গবন্ধু সেতু

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | | ১৬৭৩
ছবি ঃ প্রতীকি।
, টাঙ্গাইল :

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষমতার দাপটে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান হযরত তালুকদার এর বিরুদ্ধে। এতে করে চরম হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তর বঙ্গবন্ধু সেতু।

এ বিষেয়ে (এষ্টেট) এর উপ-পরিচালক মোঃ আশরাফ আলী খান টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য গত ৫ সেপ্টেম্বর একটি আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, দেশের বৃহত্তর বঙ্গবন্ধু সেতু পুর্ব সংযোগ সড়কের পূর্ব থানর পশ্চিম পাশের হাতিয়া, এলেঙ্গা ও বিনোদলুহরিয়ায় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের (বাসেক) জায়গা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। ফলে একদিকে বঙ্গবন্ধু সেতু চরম হুমকির মুখে পড়েছে। অন্যদিকে এই স্থান থেকে বালুবাহি ট্রাকের কারনে মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে।

এছাড়া এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে দিন দিন নদী ভাঙ্গনের ফলে বিলীন হতে চলেছে আশপাশের এলাকার বাড়ি-ঘর ও আবাদী জমি। ইতিমধ্যেই একটি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে বলে জানা গেছে।

গত ৭মাস পূর্বে স্থানীয় প্রশাসন ওই উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা সংলগ্ন যমুনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। সেই সাথে দুইটি ড্রেজার পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এসময় হযরত তালুকদার ও তার সহযোগীরা খবর পেয়ে পালিয়ে যায়। এর পর থেকে ৬মাস বালু উত্তোলন বন্ধ থাকার পর পুনরায় দুইমাস ধরে বালু উত্তোলন শুরু করেছে তারা। এ কারনে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ভাঙ্গনের শিকার হয়ে নি:স্বহতে চলেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, আমি কোন চিঠি হাতে পায়নি। তবে সেতু কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল। চিঠি পেলেই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি