০৩:২৮ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাইয়ের হামলাকারীদের বিচার চেয়ে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি ঘাটের ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মিজানের পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানের বড় মো. আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট ভাই চারাবাড়ি বাজারে শাহ সিমেন্ট ও মেট্রো সিমেন্টের এক্সক্লুসিভ ডিসটিবিউটর। সে গত ৩১ জুলাই বিকেল সাড়ে টায় সদর উপজেলার বরুহা হতে পাওনা টাকা নিয়ে বেলতা সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হন। 

পোড়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান পলুর নির্দেশে তার ছেলে আলামিন, আলাউদ্দিন ও সালাউদ্দিনসহ ৬/৭ লোক মিজানের মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গে হাতুরী দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মিজান লুটিয়ে পরার পর তার কাছে থাকা ২ লক্ষ ৬ হাজার টাকাও তারা ছিনতাই করে নেয়। এর পর আশেপাশে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে মিজানের অবস্থা আশংঙ্খাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, মিজানের অবস্থা তেমন ভাল না। মিজানের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মো. আব্দুল আজিজ। অপরদিকে এঘটনার আসামী সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান পলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের দ্রুত সময়ের মাধ্যে গ্রেফতার ও শাস্তি দাবি করেন। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মিজানের মা হায়াতননেসা, মামা আ. ছাত্তার, বড় বোন সালমা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি