০২:৪৫ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদী ভাঙ‌নরো‌ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

 টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে তীব্র ভাঙন‌রোধ কর‌তে মানববন্ধন ক‌রে‌ছে স্থানীয়রা। 'মানবতার মা শেখ হা‌সিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই'সহ বি‌ভিন্ন স্লোগান স‌ম্বে‌ালিত হা‌তের লেখা প্লেকার্ড নি‌য়ে যমুনা নদীর ভাঙন এলাকায় তিন‌টি গ্রা‌মের মানুষ মানববন্ধন কর্মসূচী পালন ক‌রে‌ছে। 

শুক্রবার (০৫জুলাই) দুপু‌রে উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মে এই  কর্মসূচী পালন করা হয়। 

কষ্টাপাড়া গ্রা‌মের ম‌জিদ সরকার ব‌লেন, গেল একসপ্তাহ ধ‌রে কষ্টাপাড়াসহ গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের তিন গ্রা‌মে তীব্র ভাঙ‌নে শতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। গত আট বছর ধ‌রে অব্যাহতভা‌বে ভাঙন ঠেকা‌তে কোন উ‌দ্যোগ নেয়‌নি কেউ। জনপ্র‌তি‌নিধিদের এ‌বিষ‌য়ে কোন কর্ণপাত নেই। 

মানববন্ধ‌নে উপ‌স্থিত অ‌নে‌কেই  জানান, যমুনা নদী ভাঙ‌নের হাত থে‌কে রক্ষা কর‌তে না পার‌লে বহু ঘরবা‌ড়ি নদী গ‌র্বে চ‌লে যাবে। এ‌তে মানুষ গৃহহীন হ‌য়ে মান‌বেতর জীবন যাপন কর‌বে। এসময় তারা ভাঙনরো‌ধে প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ড আওয়ামী ল‌ী‌গের সভাপ‌তি রফিকুল ইসলাম ম‌নি জানান, অব্যাহতভা‌বে যমুনা নদী‌তে ভাঙন শুরু হ‌লেও সে‌টি রো‌ধে কার্যকর কোন উ‌দ্যোগ নেয়া হয়‌নি। অ‌নে‌কে ভাঙ‌নে ঘরবা‌ড়ি হা‌রি‌য়ে খোলা আকা‌শের নি‌চে বসবাস কর‌ছে। 
 
টাঙ্গাই‌লের পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্র‌কৌশলী মো. সিরাজুল ইসলাম ব‌লেন, যমুনা নদীতে ভাঙন‌রো‌ধে প্রাথ‌মিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে। ত‌বে জিও ব্যাগ সংক‌টের কার‌নে কাজ শুরু হ‌তে দে‌রি হ‌চ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি