০৪:৫২ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাচাদের হাতে ভাতিজা খুন

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হাতে ভাতিজা খুন হয়েছেন। 

জমি-জমা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচাদের আঘাতে আহত ভাতিজা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত মোক্তার উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে। পেশায় রিক্সা-ভ্যান চালক ছিলেন। 

ধনবাড়ী থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আ. হক, হুরমুজ আলী, আজিজুল হক ও হাসমত আলী সাথে জমি সংক্রান্ত জেরে ভাতিজা মোক্তার হোসেনের বাকবিতন্ডে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চাচারা ভাতিজা মোক্তার হোসেনের মাথায় খুন্তি দিয়ে আঘাত করে। খুন্তির আঘাতে সে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর বৃহস্পতিবার রাত আটটায়  সে মারা যায়।  

এ ঘটনায় মোক্তারের বড় বোন রাশেদা বেগম, ভগ্নিপতি মোশারফ হোসেন, ছোট ভাই মনি ও হিরা আহত হয়েছেন বলে জানা যায়। 

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল জানান, ওয়ারিশের জমি নিয়ে এ ঘটনা। এ জমি নিয়ে দীর্ঘদিন যাবত কোর্টে মামলা চলছিল। সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক স্থানীয় মাতাব্বরদের নিয়ে দুই-তিন দফায় সালিশী বৈঠক করেছে বলে আমি শুনেছি। তবে কোন পক্ষই আমার কাছে আসে নাই। 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ আমার কাছে আসে নাই। আসলেই আমি মামলা নেব এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি