০৭:০৫ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের ওপর হামলায় আহত ৪, গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ওই রাতেই উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা হাতেম আলী শিকদারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে  এজাহারভূক্ত আসামি আবদুল হালিম লাল মামুদকে গ্রেফতার করতে উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় পৌঁছলে একদল দূস্কৃতকারী রাস্তায় কাঠের গুড়ি ফেলে পুলিশের গাড়িতে এলোপাথারীভাবে ইট পাটকেল ও ককটেল মারতে থাকে।
 
এ সময় পুলিশও আত্মরক্ষাতে ১৯ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় দুস্কৃতিকারীদের হামলায় পুলিশের এস আই দয়াল চন্দ্র সরকার, এএসআই আয়ুব খান, এএসআই ফয়েজ উদ্দিন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন। রাতেই তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনার প্রতিবাদে সভা করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। 

বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) মো. মহসিন, ওসি আমির হোসেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনার পরপরই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার পক্রিয়া চলছে। জিঙ্গাসাবাদ শেষে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি