০২:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকার ইস্যু অর্ন্তভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকার ইস্যুসমুহ অর্ন্তভুক্তির দাবি জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী সংগঠন ঐক্য পরিষদ।

রোববার টাঙ্গাইলে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশে ৪৫টি সম্প্রদায়ের প্রায় ৫০ লাখ আদিবাসী বসবাস করে। তাদের নিজস্ব ভাষা, পোষাক পরিচ্ছদ, কৃষ্টি সংস্কৃতি, বাদ্যযন্ত্র, খাবার দাবার এবং নিজস্ব ঐতিহ্য আছে। যার উপর তারা নির্ভরশীল। অন্যান্য জাতীগোষ্ঠির থেকেও তারা আলাদা বৈশিষ্ঠ্য বহন করে। সমতল এলাকার আদিবাসীদের অস্তিত্ব রক্ষা বিরাট এক হুমকির মুখে পড়েছে। বর্তমানে এর মাত্রা বহুগুন বৃদ্ধি পেয়েছে। 

তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে এবং নানা উপায়ে আদিবাসীদের উপর নির্যাতন চলছে। যা আদিবাসীদের নিঃস্ব করেছে অথবা দেশান্তরী হতে বাধ্য করছে। সরকার আদিবাসীদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠি প্রণয়ন করলেও সেখানে প্রত্যেক গোত্রীয় আদিবাসীকে স্বীকৃতি দেওয়া হয়নি। এতে করে আদিবাসী জনগোষ্ঠিকে অবহেলা করা হয়েছে এবং তাদের সাংবিধানীক স্বীকৃতি দেওয়া হয়নি। যার মাধ্যমে তাদের অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আদিবাসী জনগোষ্ঠির অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য আগামী নির্বাচনে সকল দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার অর্ন্তভুক্তির দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা ভদ্র ¤্রং, যুগ্ন আহবায়ক অজয় মৃ, মহাসচিব অরন্য ই চিরান, জয়েনশাহী আদিবাসী  পরিষদের সভাপতি ইউজিন নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি লিংকন ডিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বানাড হাজং, হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি