০৭:২৬ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শারদীয় দূর্গা উৎসব

ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালপুরের মৃৎশিল্পীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

দূর্গা পূজাকে সামনে রেখে শেষ সময়ের ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইলের গোপালপুরে মৃৎ শিল্পীরা। আগের দিনের মত হাড়ি, পাতিল, খোলা, মাটির টব না চললেও বিশেষ করে পূজার উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের খেলনা জিনিস তৈরীর কাজেই মৃত্তিকা শিল্পীদের চলছে ব্যস্ত সময়। তবে বিভিন্ন কারনেই শিল্পটি আজ ধংসের মুখে।

এক সময় মাটির জিনিস পত্র প্রতিটি ঘরের জায়গা জুড়েই ছিল। এখন আর তা নেই। কারন জীবনমান উন্নয়নের সাথে মাটির তৈরির জিনিস পত্রের ব্যবহার কমে গেছে। ফলে মেলামাইন, সিরামিক, ষ্টেইনলেস সহ নামি দামি জিনিস পত্রের ব্যবহার বেড়েই চলেছে। 

এছাড়া বৈদ্যুতিক চুলা রাঁধুনির কাছে জায়গা পাওয়ায় মাটির হাড়ির কদর কমেছে অনেক হারে। তাছাড়া মানব দেহ ও ঝুঁকিপুর্ন পরিবেশের সৃস্টিকারী প্লাষ্টিকের ব্যবহার অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে কদর কমেছে মৃত্তিকা শিল্পের।

উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলা পাড়া গিয়ে পূজাকে কেন্দ্র করে মাটির জিনিস পত্র তৈরী করতে দেখা যায়। মৃত্তিকা শিল্পী কৃষ্ণা রাণী শেষ সময়ে নিপুন কারুকার্য চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, আগের দিনের মতো আর হাড়ি পাতিল চলে না। ধর্মীয় উৎসব এলে ধুপদানি, পঞ্চ প্রদীপ, ঘোড়া, চেরাগ, মাটির পুতুল,মাটির তৈরী বিভিন্ন ফল ইত্যাদি তৈরীর কাজে একটু ব্যস্ত সময় কাটে। তারপর আবার বসে সময় কাটাতে হয়। কষ্টে দিনকাল গেলেও জীবিকা নির্বাহের জন্য এসব কাজ আমাদের করতে হয়। 

প্রবীণ শিক্ষক আঃ আজিজ মাষ্টার বলেন, মাটির হাড়ি পাতিল গøাস ইত্যাদি বাসন পত্র শতভাগ স্বাস্থ্য সম্মত। এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের মাটির জিনিস পত্রের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। তাতে একদিকে কিছু মানুষের জীবিকা নির্বাহে সহযোগিতা করবে। অপরদিকে মাটির জিনিস পত্র ব্যবহার করার ফলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এসব আসবাব পত্র পরিবেশ দুষন হবে না, জলবায়ু ভারসাম্য রক্ষার কাজে সাহায্য করবে।

ক্ষুদ্র ব্যবসায়ী সেভেন স্টার সমবায় সমিতির সম্পাদক রেজাউল করিম মৃত্তিকা শিল্প কে ধরে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি