০২:৩৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বালুর ঘাটে অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪ জনের জেল-জরিমানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ | | ১৬২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে অভিযান চালিয়ে ১৪ জনকে জেল-জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বুধবার ৭টি অবৈধ বালু ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ১৪ জনকে আটক ও বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।

আটককৃতদের মধ্যে দুইজনকে ৫০ হাজার টাকা করে, একজনকে তিন মাসের করাদন্ড, আট জনকে তিন মাস করে কারাদন্ড ও অর্থদন্ড, পাঁচজনকে ৬ মাস করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত আটককৃতদের মোট ২১ লাখ ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করে। তাৎক্ষণিক আদায় করা হয় ৯ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব সূত্র জানায়, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

দন্ডিতরা হচ্ছেন, উপজেলা সদরের সামাদ প্রামানিক (৫৫), টুংকু (৪৮) কে ছয় মাসের জেল ও ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল, বাহারুল আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল, হাসেম প্রামানিক (২২)কে ২০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল অনাদায়ে আরো তিন মাসের জেল, জাকির হোসেন (২৬) কে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল। জরিমানা না দিয়ে আরো তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আবু বক্কর (৩৮) কে তিন মাসের জেল, রাশেদ (২৫) কে তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল, আবু সাইদ (৫০) কে ছয় মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল, আলামিন (২৮)কে ছয় মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল, সাইফুল ইসলাম (২৪) কে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল, আশরাফ প্রামানিক (২০) কে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল, আ: সালাম (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল, আমজাদ (৬৫) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল ও রনি মিয়া (৩০) কে ছয় মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু।

ভূঞাপুরে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এবং বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু” এমন সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর টাঙ্গাইল র‌্যাবের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয় বলে র‌্যাব জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি