০৯:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদক সেবীকে দন্ড

মোল্লা তোফাজ্জল, স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ১১ মাদক সেবীকে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে নয় জনকে কারাদন্ড ও দুইজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

সোমবার পৌরএলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম তাদেরকে এ দন্ডাদেশ দেন।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদরের সন্তোষ এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. নাজিম (৪০) ও সাবালিয়ার মো. সেকান্দার মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (৩০)।

এছাড়া কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদর গারাইল গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. নুর ইসলাম (২২), টাঙ্গাইল সদর কচুয়াডাঙ্গার মৃত আনিস মিয়ার ছেলে শাহাদাৎ (২৫), সদরের সন্তোষ এলাকার মৃত ইনসু মিয়ার ছেলে মো. সোহেল (২২), কাগমারী গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. মনিরুজ্জামান (৪০), সাবালিয়ার মৃত মুক্তার আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৩৮), কালিহাতী উপজেলার মসাজান গ্রামের মো. গফুর আলীর ছেলে মো. রফিক (৩৮), একই গ্রামের মৃত হাসেমের ছেলে মো. হাকিম উদ্দিন (৪০), উপজেলার হিজুলী গ্রামের মো, তোতা মিয়ার ছেলে মো. সোনা মিয়া (৩৫), ও উপজেলার এলেঙ্গা দঃপাড়ার মৃত সেকান্দার আলীর ছেলে মো. রিপন (৩২)। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবীকে গ্রেফতার করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে দুই জনকে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তারা জানান।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম জানান, সোববার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে দন্ড দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি