০৫:০৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাঁচ দিনেও খুলেনি মাদ্রাসা শিক্ষকের হত্যার জট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার শিক্ষক এবং দেউপুর মাস্টার হ্যাচারির পরিচালক আনিসুর রহমান তুলা হত্যার ৫ দিন পার হলেও এখন পর্যন্ত হত্যা রহস্যের জট খুলেনি। হত্যার বিষয়ে পরিবারও কিছু বলতে পারছেন না। তারা পুলিশের তদন্তের উপর নির্ভর করছেন। 

ঘটনার পর পরই পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী মুছাম্মৎ শাহীনা।

এ ব্যাপারে নিহত আনিসুর রহমান তুলার ভাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, গত ২৭ জুন বুধবার নিখোঁজ হওয়ার আগে রাত ৮ টা ৩৪ মিনিটে ছেলে সিহাব এর সাথে ফোনে কথা হয়। পরে ভোর ৪ টার দিকে তার প্রতিষ্ঠান মাস্টার হ্যাচারি থেকে শ্রমিকরা মাছ ধরে বিক্রির জন্য কোথায় নিয়ে যাবে জানার জন্য ফোন দিলে তার ফোন বন্ধ পায়। ফোন বন্ধ পেয়ে টাঙ্গাইল বাসায় তার স্ত্রীর কাছে শ্রমিকরা ফোন দেয় সে বাসায় আছে কি না জানার জন্য। কিন্ত সেখানেও সে ছিল না।

এদিকে সে গ্রামের বাড়ীতে আছে মনে করেছিল তার পরিবার। কিন্তু সেখানে ফোন দিয়ে জানতে পারে বাড়িতেও নেই। পরে মাদ্রাসায় যেতে পারে এমন ভাবনা থেকে সেখানেও লোক পাঠানো হয় কিন্তু সেখানেও তাকে পাওয়া যায়নি। পরে তাকে না পাওয়া যাওয়ায় এলাকায় গুজব রটে যায় তুলা হুজুর ঢাকায় মারা গেছে। গুজব অনুযায়ী ঢাকা মেডিকেলের ২টি মর্গে খোঁজ নিয়েও সন্ধ্যান পাওয়া যায়নি তার। 

অনেক খোঁজাখুজি করেও সন্ধ্যান না পাওয়ায় ২৮ জুন বৃহস্পতিবার কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনকে অবহিত করা হয়। ওসির পরামর্শে বৃহস্পতিবার দুপুরে নিহতের ভাই গোলাম মোস্তফা বাদি হয়ে নিখোঁজ সংক্রান্ত একটি ডায়েরী করেন। সাধারন ডায়েরীর তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহাব বিকেলে ঘটানাস্থলে যায় এবং তদন্ত কাজ শুরু করে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবকরা ফুটবল খেলা শেষে তার বাড়ির পাশে পুকুরে গোসল করে। গোসলের সময় তাদের পায়ে কিছু একটা ভারী জিনিস স্পর্শ হলে তারা আশপাশের লোকজনকে জানায়। কিছুক্ষণ পরে সংবাদ আসে পুকুর ঘাটে তুলা হুজুরের জুতা পাওয়া গেছে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা পুকুরঘাটে যায়। 

পুকুরে কিছু একটা ভারী জিনিসের স্পর্শের খবরে সবাই খোঁজাখুজি করে উঠিয়ে দেখে লাশ। তীরে উঠালে পরিবারের লোকজন হাত-পা ও শরীরে বস্তাভর্তি ইট বাঁধা লাশটি আনিসুর রহমান তুলা বলে সনাক্ত করেন। 

এ ঘটনার ৫ দিন পার হলেও হত্যা রহস্যের জট খুলেনি। নিহত আনিসুর রহমান তুলা উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের মৃত. আব্দুস ছাত্তার মাস্টারের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই আব্দুল ওয়াহাব জানান, বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছি। এ পর্যন্ত তেমন কোন তথ্য পাইনি তবে তদন্ত কাজ অব্যাহত আছে।
 

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি