০৬:২২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে চাই-তানভীর হাসান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ মার্চ ২০১৮ | | ৫৬
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির) বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আগামি ২০৪১ সালের মধ্যে আমরা বিশ্বে উন্নত জাতি হিসেবে গর্ববোধ করতে পারবো। দেশরতœ শেখ হাসিনার সেই স্বপ্নের মধ্য দিয়ে আমারাও নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে চাই।

শনিবার (১৭ মার্চ) বিকালে টাঙ্গাইলের গোপালপুর থানার সামনের মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাপিয়া স্মৃতি সংসদ আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা চাই গোপালপুর তথা টাঙ্গাইলে কোন সন্ত্রাস, মাদক, হানাহানি, খুনোখুনি থাকবেনা। বেকারত্ব থাকবেনা, অভাব-অভিযোগ চির দিনের মতো পালিয়ে যাবে। দেশের মানুষ সুশৃঙ্খলভাবে উন্নত জীবন-যাপন করবে। আমাদের তরুণ প্রজন্মের কাছে এমনই একটি দেশ রেখে যেতে চাই।

দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মাজহারুন নেছা পাপিয়ার স্মৃতিচারন করে তিনি বলেন, যে জাতির নিজস্ব সংস্কৃতি নেই সে জাতির কোন আত্মপরিচয় নেই। আমরা ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিতে সমৃদ্ধ বাঙালি জাতি। প্রয়াত সাংগঠনিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছেন। তিনি গোপালপুরের মেয়ে বলে আমরা তাকে নিয়ে গর্ব করি।

গোপালপুর পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি এম আজমল খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ জব্বার, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, পাপিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেলিম তরফদার, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, গোপালপুর শহর ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক মো. ইকবাল হোসেন, গোপালপুর পাপিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাপিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক কাজী সোহরাব হোসেন।

শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে স্থানীয় এবং ঢাকা ও টাঙ্গাইলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় কয়েক হাজার দর্শক-শ্রোতা উৎসব মুখর পরিবেশে বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করে।

আপনার মন্তব্য লিখুন...

মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি