০৯:০৩ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাকে হত্যা, ছেলের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮ | | ১১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সৎপুত্রের হাতে মাকে হত্যার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার রাতে মা রেখা বেগম (৩৫) ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রেখা বেগম উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী গ্রামের মীর ওসমান গণির স্ত্রী।

জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে জমিজমা সংক্রান্ত সৃষ্ট বিরোধে সৎ মাকে পুত্র সোহেল রানা ওরফে শাহজাহান, তার স্ত্রী, মা সাজেদা বেগম, বোন আছমা আক্তার ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর ও পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ ঘটনায় ওই রাতেই বাবা মীর ওসমান গণি স্ত্রীকে মারধরের অভিযোগে পুত্র সোহেল রানাকে প্রধান আসামি করে চারজনের নামে সখীপুর থানায় মামলা করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মীর ওসমান গণি ও তার পূর্বের স্ত্রী সাজেদা বেগম সংসারের অস্বচ্ছলতা ঘুচাতে প্রায় ২৫/২৬ বছর আগে একই সঙ্গে মালয়েশিয়া চাকরি করতে যায়। মালয়েশিয়ায় মীর ওসমান একটি দুর্ঘটনায় পায়ে আঘাত প্রাপ্ত হয়ে পঙ্গু হয়ে যান। ওসমান দেশে ফিরলেও সাজেদা তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। পরে সে রেখা নামের এক নারীকে বিয়ে করে সংসার পাতেন। তাদের সে ঘরে তিন পুত্র সন্তানের জন্ম হয়।

মীর ওসমান গণি জানান, সোহেল তার আগের ঘরের সন্তান। তার মা সাজেদা বেগমকে বিদেশ পাঠানোর শর্তে তার নামের থাকা ৬৮ শতক জমি আমাকে দলিল করে দেন। সোহেলের দাবি ওই জমি তার মা সাজেদা তাকে ইস্তফা করে দিয়েছে। ইতোমধ্যে ওই জমি ছেলে সোহেল ইস্তফা করে দেয়ার নাম করে দখলে নিতে চেষ্টা করায় ঝগড়ার সূত্রপাত শুরু হয়।

দুই সতীন, ওসমান গণি ও পুত্র সোহেল মিলে জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধে ঘটনার রাতে কথাকাটাকাটিতে নিহত রেখা বেগমকে বেদম মারধর করা হয়।

আহত হওয়ার দুইমাস ৫দিন পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রেখা বেগম মারা যান।

তিনি আরো জানান, স্ত্রীকে সুস্থ করতে অনেক টাকা গেলেও বাঁচাতে পারলাম না। আমি একজন পঙ্গু মানুষ, রোজগার করতে পারিনা। স্ত্রীই সংসারের হাল ধরেছিল। অবুঝ তিনপুত্র সন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াবো।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে আগেই মামলা করা আছে। হাসপাতালের সাধারণ জখমের রিপোর্ট পেয়ে ওই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা জামিনে আছেন।
শুক্রবার দুপুরে লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপরই মামলার পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে বলেও যোগ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি