০৩:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানা সমস্যায় জর্জরিত মাভাবিপ্রবি স্বাস্থ্যকেন্দ্রটি

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮ | | ২১৩
, টাঙ্গাইল :

নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারটি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্যসেবা। এ নিয়ে বিশ^বিদ্যালয় শিক্ষাথীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিশ^বিদ্যালয় মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা যায়, মেডিক্যাল সেন্টারের ছাদ দিয়ে পানি পড়া, দেয়ালগুলোতে শেওলা জমা, প্রত্যেকটি দেয়ালের রং উঠাসহ নানা সমস্যার বিষয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে ইঞ্জিনিয়ারিং অফিসকে জানালেও তা সমাধানে কোন উদ্যেগই নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ। এতে করে দিন দিন বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটির।

পরিবেশবিদ বিশ^বিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল­াহ বলেন, এরকম পরিবেশে ঔষধের সাথে বিভিন্ন অণুজীবের মিথষক্রিয়া ঘটে, যাতে ঔষধের কার্যকরিতা ও গুনাগুন নষ্ট হচ্ছে।

এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রটির সাথে দায়িত্বরতদের স্বাস্থ্যহানি ঘটতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। এমন পরিবেশে ড্রেসিং করালে সংক্রমন হতে পারে বলেও তিনি জানান।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. কাওসার আহমাদ বলেন, ২০১৬ সালের শুরুতেই ছাদ সংস্কারের কথা জানালে ইঞ্জিনিয়ারিং অফিস তা সংস্কার করেন। কিন্তু এরপরেও ছাদ দিয়ে পানি পড়ে। পরবর্তীতে একই সালের আগষ্টে আরেকটি আবেদন করা হয় এবং তাদের বারবার জানানো হয় কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগ সম্পর্কে তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস বলেন, মেডিক্যাল সেন্টারের ভবনটি অনেক পুরাতন। মেডিক্যাল সেন্টারের আবেদনের ভিত্তিতে আমরা একটি কক্ষ প্যাথলজি সামগ্রী রাখার জন্য সংস্কার ও রং করার সিদ্বান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগে ফাইলটি পাঠিয়েছি কিন্তু এখনও তা পাশ হয়ে আসেনি। অনুমোদন পাওয়া গেলে দ্রæত সময়ে কাজের করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি