১২:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রথম বর্ষের সকল ভর্তি কার্যক্রম বন্ধ

২য় দিনের মত আন্দোলনে মাভাবিপ্রবি’র শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জানুয়ারী ২০১৮ | | ১৮১
, টাঙ্গাইল :

দ্বিতীয় দিনের মত চলছে ৫ দফা দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। আর এতে করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তির সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

রোববার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে জড় হয়। সেখানে গিয়ে তারা টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে।

এর পর তারা প্রশাসনিক ভবন, সকল একাডেমিক ভবন, সকল হল, সোনালী ব্যাংক, বিশ^বিদ্যালয় সকল গেইট তালাবদ্ধ করে। এতে করে বিপাকে পরে দুর দুরান্ত থেকে আসা ভর্তিইচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকরা।

জানা যায়, শনিবারে বিভিন্ন ইউনিটে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর ভিত্তিতে আজকে ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার কথা কিন্তু সকল হল এবং ব্যাংকে তালাবদ্ধ করায় সকল ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে পরে। এছাড়াও সকল ইউনিটের ২য় ধাপের সাক্ষাৎকার বন্ধ হয়ে পরে।

বিশ^বিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার চেষ্ঠা করলেও শিক্ষার্থীরা সম্মত হয়নি। পরবর্তিতে বিশ^বিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার এবং সাধারন সম্পাদক সাইদুর রহমানকে ডেকে আনা হয়।

বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা জানান, শনিবার সকাল ১১.৩০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলামের সাথে কথা বলে তারা ৫ দফা দাবি বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন ফি বাতিল, পরীক্ষার ফি বাতিল, ল্যাব ফি বাতিল, ক্রেডিট ফি ১১০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা এবং পরিবহন ফি ১০০ টাকা করা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে ঐ দিনের মধ্যে সিদ্ধান্ত দেয়ার দাবি জানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, চলমান যে সমস্যা তা সমাধানের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের স্বাক্ষরিত একটি আবেদন পত্র আমরা পেয়েছি। আমাদের কিছু না জানিয়ে যে সমস্যাগুলোর জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে তা ধীরে ধীরে সমাধান করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি