০১:০২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮ | | ৯৮১
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন বাদি হয়ে টাঙ্গাইলের দ্রুত বিচার আদালতে মামলটি দায়ের করেন। আদালতের বিচারক রুপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে ৭ ফেব্র“য়ারি তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় জেলা বিএনপি’র সভাপতি শামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আরফান আলী মোল­া, সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ ও জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, আবুল কাশেম ও খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, আশরাফ পাহেলী ও শফিকুর রহমান, প্রচার সম্পাদক মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি কর্মী মনি বেপারী, শাহীন তালুকদার, ইমন, সুমন, আব্দুল­াহেল কাফি ও তানভীর আহম্মেদসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ৩১ ডিসেম্বর (রোববার) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বাদি হয়ে হাসানুজ্জামিলসহ বিদ্রোহী পক্ষের ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলায় বাদি হাসানুজ্জামিল শাহীন অভিযোগ করেন, ২৯ ডিসেম্বর (শুক্রবার) টাঙ্গাইল পৌর এলাকার বালুচরায় দলের কর্মী সভায় যোগদানের উদ্দেশে মিছিল নিয়ে তারা রওনা হন। পুলিশ তাদের বাধা দিলে তারা ফিরে আসে। পরে মিছিলসহ ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সভাপতি শামছুল আলম ওরফে তোফা এবং সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল তাদের হাতে থাকা পিস্তল দিয়ে মিছিলের দিকে ফাঁকা গুলি করেন।

এসময় অন্য আসামিরা মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মারপিট করেন। পরে তারা বিএনপি কার্যালয় ভাঙচুর এবং সেখানে ত্রাস সৃষ্টি করে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, সরকারি দলের ইন্ধনে বিএনপি থেকে বহিস্কৃৃত কিছু লোক দলীয় নেতাকর্মীদের হয়রানি করার জন্য এ মামলা করেছে। এই চক্রটিকে দিয়ে সরকারি দল জেলা বিএনপিকে নানাভাবে হয়রানি করছে।

মামলার বাদি হাসানুজ্জামিল শাহীন জানান, অযোগ্য ব্যক্তিদের দিয়ে জেলা বিএনপির কমিটি করা হয়েছে। সেজন্য তারা এই কমিটির বিরুদ্ধে আন্দোলন করছেন। কারো ইন্ধনে নয় সন্ত্রাসী ঘটনার শিকার হয়েছেন বলেই মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি