০৩:৩৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সূর্যাস্তের পর পরীক্ষায় অংশ নিলেন ১৫ পরীক্ষার্থী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ নভেম্বর ২০১৭ | | ৩২৫০
, টাঙ্গাইল :

শনিবার দিনের বেলায় নিজের জন্য কোন কাজ করেন না তাই সূর্যাস্তের পর সন্ধ্যায় পরীক্ষায় অংশ নিলেন খ্রিস্টান ধর্মের সেভেন ডে এ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ১৫ ডিগ্রী (পাস) পরীক্ষার্থী।


মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রেকালিয়াকৈরে অবস্থিত বাংলাদেশ এ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজের ওই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন বলে কেন্দ্রের হল সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হামিদ জানিয়েছেন।


জানা গেছে, ডিগ্রী (পাস) পরীক্ষা ২০১৬ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে ছিল রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ১০৫ পরীক্ষার্থী পরীক্ষা দেন। কিন্ত এ পরীক্ষায় খ্রিস্টান ধর্মের সেভেন ডে এ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ১৫ জন শিক্ষার্থী অংশ নেননি। একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে খ্রিস্টান ধর্মের ওই ১৫ পরীক্ষার্থীকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচ ঘন্টা কলেজ কেন্দ্রের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সূর্যাস্তের পর সাড়ে পাঁচটার পর তাদের পরীক্ষা কেন্দ্রে বসিয়ে ওই একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া শুরু হয়।


পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে পরীক্ষার্থী সুমা মধু, সাগরিকা বাড়ই বলেন, ইশ্বর সাতদিনের ছয়দিন সৃষ্টি করেছেন এবং একদিন বিশ্রাম নিয়েছেন। সে কারণে সাপ্তাহে একদিন শনিবার দিনের আমরা সেবামূলক কাজ ছাড়া নিজের জন্য দিনের বেলায় কোন কাজ করিনা। এভাবে তালাবদ্ধ থেকে পরীক্ষা দিতে আমাদের খুব অসুবিধা হয়। শনিবার যেন কোন পরীক্ষা না রাখে সে বিষয়ে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দাবি করেন।


এ ব্যাপারে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক এভাবে আমাদের পরীক্ষা নিতে হয়। তবে পরীক্ষা নিতে গিয়ে আমাদেরও অনেক ভুগান্তি পোহাতে হয় বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি