১০:২৮ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কেন্দ্র বাতিলের সুপারিশ

কাউন্সিলর স্বামীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে স্ত্রী’র জেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ অক্টোবর ২০১৭ | | ৫৮০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ ইসলামী স্টাডিজ পরীক্ষায় স্বামীর প্রক্সি পরীক্ষা দিতে যাওয়ায় স্ত্রীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ কাজে সহায়তার জন্য অধ্যক্ষসহ চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ও কেন্দ্র বাতিলের সুপারিশ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম ফরহাদ চৌধুরী।

শনিবার দন্ডপ্রাপ্ত লায়লা খানমকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করেছে ভূঞাপুর থানা পুলিশ।

জানা গেছে, গত শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ ইসলামী স্টাডিজ পরীক্ষার ষষ্ঠ সেমিষ্টারের পরীক্ষার্থী ছিলেন ভূঞাপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার রাশেদুল আলম তালুকদার। পরীক্ষা শুরু হওয়ার পরই খাতা ও প্রশ্নপত্র নিয়ে কলেজের পার্শ্ববর্তি কামরুল ইসলামের বাড়িতে স্বামীর হয়ে পরীক্ষা দেয় তার স্ত্রী লায়লা খানম।

গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রী লায়লা খানমকে হাতেনাতে আটক করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। পরে ওই রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরীক্ষার সময় শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দেয়ার কথা বলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৭শ টাকা করে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একজনের পরীক্ষা অন্যজন এবং পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র বাইরে নেয়ার কাজে সহায়তার জন্য কেন্দ্র সচিব ও লোকমান ফকির ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলীসহ চার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অন্যদিকে অনিয়ম ও দূর্নীতির কারনে পরীক্ষা কেন্দ্র বাতিলের সুপারিশ করেন নির্বাহী ম্যাজেস্ট্রিট।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে অত্র কলেজে একটি জালিয়াত চক্র অধ্যক্ষ হাসান আলীর সহায়তায় কেন্দ্রে নানা অনিয়মের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বলে অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজের পার্শ্ববর্তি একটি বাড়ি থেকে প্রশ্নপত্র ও খাতাসহ হাতেনাতে লায়লা খানমকে আটক করা হয়।

আটককৃত লায়লা খানম তার স্বামী রাশেদুল আলম তালুকদারের হয়ে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। পরে তাকে এক বছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও প্রক্সি পরীক্ষায় সহায়তা এবং প্রশ্নপত্র ও খাতা বাহিরে নেয়ার অভিযোগে লোকমান ফকির ডিগ্রী কলেজের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ হাসান আলী, পরীক্ষায় দায়িত্বরত গ্রন্থাগারিক আশরাফ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক শায়লা আক্তার, শহিদ জিয়া মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমান ও কষ্টাপাড়া আলিম মাদরাসার শিক্ষিকা রাবেয়া খাতুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র বাতিলের সুপারিশ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক জানান, লোকমান ফকির ডিগ্রী কলেজের অধ্যক্ষের সহায়তায় পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র বাহিরে পাঠানো হয়েছে।

ভূঞাপুর লোকমান ফকির ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, প্রশ্নপত্র ও খাতা বাহিরে যাওয়ার বিষয়টি অবগত নই। তদন্ত করলে বের হয়ে আসবে কিভাবে সেগুলো বাহিরে গেল।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ দুঃস্থদের মাঝে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর ঈদ ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার ও দো মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মির্জাপুরে দোয়া ও ইফতার ম ঈদে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানজটের আশঙ কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি