০৩:০২ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ

চার দিনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো তিন শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | | ১৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে গত চারদিনে উপজেলা সদরের শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। এরা সবাই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে।

উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাদের বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবিরের নির্দেশে সোমবার উপজেলা সদরের পার্শ্ববর্তী মাদারকোল গ্রামে এক ছাত্রীর বাড়িতে গিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক বিয়ে বন্ধ করে দেন। পরে আঠারো বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়া মর্মে সংশ্লিষ্ট অভিভাবকের কাছে থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

অন্যদিকে দেলদুয়ার সদর ইউনিয়নের টুকনিখোলা গ্রামে এক ছাত্রীর বিয়ের আগাম তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন কবির। রবিবার ওই ছাত্রীর বাড়িতে ইউপি মেম্বার ও গ্রামপুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীন রুবা ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শহীদুর রহমানের মাধ্যমে অভিভাবককে সতর্ক করা হয় বলে জানা যায়।

অন্যদিকে শুক্রবার দেলদুয়ার সদর ইউনিয়নের মীর কুমুল­ী গ্রামের একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর আরেক ছাত্রীও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে মোট চার দিনে তিন ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবির বলেন, প্রশাসনের পক্ষ থেকে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বেশকিছু সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন তারই প্রতিফলন ঘটছে। ছাত্রীরা স্ব-উদ্যোগে নিজেদের বাল্যবিবাহের তথ্য আমাদেরকে জানাচ্ছে। এটি খুবই ইতিবাচক। পাশাপাশি অভিভাবকরা সচেতন ও উদ্যোগী হলে দেলদুয়ারকে অচিরেই শতভাগ বাল্য বিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।

ওই ছাত্রীদের স্কুলে পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি