০৩:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাতুলী ইউনিয়নের নির্বাচন চান ইকবাল হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ মে ২০১৭ | | ২৬৪৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের নির্বাচন চান আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন মিয়া। বেশ কিছুদিন আগেই এ ইউনিয়ন পরিষদটির নির্বাচিত পরিষদের সময়সীমা শেষ হয়েছে। শুধু সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে কতিপয় ব্যক্তি মামলার মাধ্যমে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করে রাখতে ষড়যন্ত্র চালিয়ে আসছেন বলেও তিনি অভিযোগ করেছেন।

তিনি আরো জানান, ২০১৬ সালের ১৪ নভেম্বর উচ্চ আদালত এ ইউনিয়নের নির্বাচন করতে কোন বাধা নেই মর্মে নির্দেশনা প্রদান করেছেন। এছাড়াও আদালতের নির্দেশনা মোতাবেক নির্বাচন পরিচালনায় সম্মতি জ্ঞাপন করেন জেলা প্রশাসক। এ স্বত্তেও অদৃশ্য কারণে ও রহস্যজনক ভাবে নির্বাচন দিতে গড়িমশি করছেন নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নির্বাচনের পক্ষেই কমিশনের অবস্থান। সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে করা মামলার কারণেই এ ইউনিয়নের নির্বাচনটি স্থগিত রয়েছে। ইতিপূর্বে ২০১৬ সালের ১৪ নভেম্বর উচ্চ আদালত সীমানা জটিলতা নিরসনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশনা দেয়। এ নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সীমানা সংক্রান্ত সমস্যা নিরসনে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আবার উচ্চ আদালতের নির্দেশেই ওই সীমানা জটিলতা নিরসন কার্যক্রম স্থগিত করার ফলে এ ইউনিয়নটির নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছেনা।

জানা যায়, টাঙ্গাইল পৌর এলাকার থানাপাড়া শান্তিকুঞ্জ মোড়স্থ নিবাসী ও কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুর জব্বার মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন মিয়া। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামীলীগের সহযোগি ছাত্র সংগঠণ এর তৎকালিন সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সরদার আজাদের ৪১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

পরবর্তীতে জেলা যুবলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয়কর্মীও ছিলেন তিনি। স্বৈরাচারী সরকার এরশাদ বিরোধী আন্দোলনে একাধিক মামলার আসামীও ছিলেন তিনি। বর্তমান টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগমের স্বামী এবং তৎকালিন আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আকবর খান কালা খোকার সাথে কারাভোগও করেন কনিষ্ট আওয়ামীলীগকর্মী মোঃ ইকবাল হোসেন মিয়া।

সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নানের একনিষ্টকর্মী হিসেবে সংসদ নির্বাচন পরিচালনা করেন আওয়ামীলীগের নির্ভিককর্মী ইকবাল হোসেন মিয়া।

সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের ভাতিজা ও কাতুলী ইউনিয়ন আওয়ামী নেতা কাদের জোয়ার্দ্দার বলেন, আওয়ামীলীগের নির্ভিক কর্মী হিসেবে এ ইউনিয়নে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছেন মোঃ ইকবাল হোসেন মিয়া। তিনি এ ইউনিয়নের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারলে বিজয় যেমনি নিশ্চিত, তেমনি রয়েছে ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগ সুসংগঠিত হওয়ার অপার সম্ভাবনা। একই বক্তব্য দিয়েছেন কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের অপর নেতা গোলাম সরোয়ার।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা বলেন, মোঃ ইকবাল হোসেন মিয়া আওয়ামী পরিবারের সন্তান। তার পিতা মরহুম আব্দুর জব্বার ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নানের একজন ঘনিষ্ট সহচর। পিতার ওই ধারাবাহিকতায় মোঃ ইকবাল হোসেন মিয়াসহ ওই পরিবারের প্রতিটি সদস্যই আওয়ামীলীগের নিবেদিত কর্মী বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিল সহ আটক ৪ গোপালপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কার্ড বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাভাবি মির্জাপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে 'সম্মিলিত সামাজিক আন্দোলন'এর গোপালপুরে কয়েলের আগুন পুড়লো গোয়ালের ১৪টি প্রানী টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মাভাবিপ্রবি "বঙ্গবন্ধু পরিষদ" কর্তৃক মহান স্বাধীনতা দিব মির্জাপুরে ছিনতাইকালে ২ পুলিশ সদস্য গ্রেফতার গোপালপুরের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষি নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত ধনবাড়ীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উন্নয়নমূলক সভা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি