০১:৩৬ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখিপুরে মোহাম্মদ আলীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | | ৫৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে আলোচিত মোহাম্মদ আলী হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তক্তারচালা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুই সহস্্রাধিক নারী-পুরুষের অংশ গ্রহনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, অধ্যক্ষ সাঈদ আজাদ, মানবাবাধিকার কর্মী আবুল হাসেম দূর্জয়, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, নিহতের মেয়ে রোকিয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা মোহাম্মদ আলীর চিহ্নিত হত্যাকারী রফিকুল ইসলাম, পনির কাজী, আছিয়া বেগম ও নেহাজ উদ্দিন কাজীকে দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

এছাড়া মামলা নিতে তাল বাহানা করার অভিযোগে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহারসহ বিচারের দাবিও জানান তারা।

উলে­খ্য, ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে তাঁর ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনির কাজী তাদের এক আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে একই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনির বাড়ি ফিরে আসলেও মোহাম্মদ আলী বাড়ি ফিরে না আসা ও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরদিন শুক্রবার মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

পরে রফিকুল ইসলামের বড় বোন ও পনিরের মা আছিয়া বেগম মোবাইল ফোনে স্থানীয় ইউপি সদস্য হামিদুল হকের কাছে মোহাম্মদ আলী হত্যাকান্ডের সকল বিষয় খুলে বললে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার হতেয়ার হলুদিয়াচালার একটি সড়কের পানি নিষ্কাশনের ড্রেনের ভেতর থেকে পুলিশ মোহাম্মদ আলীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে রফিকুল ইসলাম, পনির কাজী, আছিয়া বেগম ও নেহাজ উদ্দিন কাজীকে আসামী করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ মির্জাপুরের বাঁশতৈলে ৮টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার নাগরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন তারানা হালিম বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩কোটি টাকার টোল আদায় ''মানুষের কল্যাণে মানুষ'' ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্র ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকা ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সাইন্স এন্ড টেকনোলজি বা ফুড টেকনো ঈদের বাজার নিয়ে এবার বাড়ি ফিরবে না মেহেদী ৩২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পাড় হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি